মৌলভীবাজার জেলায় পাঁচ আগস্টের পর থেকে যত মামলা মোকদ্দমা হয়েছে এবং বিভিন্নভাবে যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কাউকে গ্রেপ্তার করা হলে তাদের জন্য কেউ কোন তদবির করে থাকেন সেই তদবিরবাজকে ছাড় দেয়া হবে না।
রোববার (১০ নভেম্বর) জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার কেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম একথা বলেন। তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আমরা করব।
মৌলভীবাজার জেলাকে একটি ক্লিন জেলা হিসেবে আমরা ঘরে তুলতে চাই, তিনি আরও বলেন, অনেক জায়গায় পুলিশি কার্যক্রম পুরোদমে সচ্ছল হতে পারেনি কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার আইন শৃঙ্খলা সচ্ছল বলে আমি মনে করছি আমাদের পুলিশ বাহিনী রাতের আধারে ও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে।
শীত মৌসুমে ডাকাতির প্রবণতা বেড়ে যায় তাই মৌলভীবাজারবাসীকে একটু সচেতন থাকার আহ্বান জানাই।
টিএইচ